কার্যক্রম
বর্তমান কার্যক্রমঃ
*
মহাসচিব ও প্রধান নির্বাহী,
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র (সিএসডিসি): একটি উদ্ভাবনী, অ-লাভজনক বহুমুখী সংস্থা
-যা জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে নিবেদিত;
*
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক,
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকাঃ শিক্ষা ও যুব উন্নয়নে নিবেদিত বাংলাদেশের প্রথম পত্রিকা
-যা সুদীর্ঘ ৩ দশক থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে;
*
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক,
লক্ষ্মীপুর বার্তাঃ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির ওপর প্রকাশিত পত্রিকা
-যা সুদীর্ঘ দু’যুগ ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এবং যার লক্ষ্য
এলাকভিত্তিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন।
*
ভাইস প্রেসিডেন্ট,
দি একাউন্টিং এলামনাই, ঢাকা ইউনিভার্সিটি;
*
মহাসচিব,
ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট্স এসোসিয়েশন;
*
প্রকল্প পরিচালক,
ডায়নামিক কম্পিউটার ট্রেনিং;
ওয়েব পোর্টাল অন এডুকেশন এন্ড ডেইলী নিডস;
শিক্ষানবিশ কর্মসূচি; ইউনিভার্সিটি প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স (ইউপিপি):
যা যুব সমাজের কর্মদক্ষতা ও নৈতিক শক্তি বৃদ্ধি এবং তাদেরকে সমাজসেবা ও জাতি জাগরণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে দেশপ্রেমী ও মানবতাবাদী করে গড়ে তুলছে এবং গরীব ও মেধাবী ছাত্রদের জ্ঞানার্জনের অবসরে অর্থ উপার্জনে সহায়তা করছে;
*
ওয়েব অথরিটিঃ
www.campus.org.bd
www.dailyneeds.com.bd
www.greaternoakhali.net.bd
www.lakshmipurbarta.net.bd
অন্যান্য সামাজিক সম্পৃক্ততাঃ
- * জীবন-সদস্য, বাংলা একাডেমী, ঢাকা;
- * জীবন-সদস্য, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ;
- * জীবন-সদস্য, নজরুল ইনস্টিটিউট, ঢাকা;
- * জীবন-সদস্য, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (DUAA);
- * জীবন-সদস্য, সলিমুল্লাহ মুসলিম হল এলামনাই এসোসিয়েশন;
- * জীবন-সদস্য, একাউন্টিং এলামনাই;
- * জীবন-সদস্য, সিলভা ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট্স এসোসিয়েশন (SIGA-Bangladesh);
- * জীবন-সদস্য, বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (BECA);
- * জীবন-সদস্য, বাংলাদেশ বুক ক্লাব;
- * উপদেষ্টা, বাংলাদেশ ছাত্র-কল্যাণ সংস্থা;
- * সদস্য, শের-ই-বাংলা ন্যাশনাল একাডেমী;
- * আহ্বায়ক, লক্ষ্মীপুর শিক্ষা উন্নয়ন ট্রাস্ট;
- * সাহিত্য-প্রকাশনা ও সংস্কৃতি সম্পাদক, লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকা;
- * সদস্য, বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা;
- * সদস্য, ঢাকা মহানগর সমাজ কল্যাণ প্রকল্প।
অতীত কার্যক্রমঃ
- * ঢাকা কমার্স কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা;
- * পরিচালনা পর্ষদ সদস্য (৩ মেয়াদে): ঢাকা কমার্স কলেজ;
- * পরিচালক, বৃন্ত বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি, ঢাকা;
- * সদস্য সচিব, গঠনতন্ত্র পুনর্বিন্যাস ও আধুনিকায়ন কমিটি, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন;
- * আহ্বায়ক, গঠনতন্ত্র প্রণয়ন কমিটি, মেহেরবা প্লাজা ওনার্স এসোসিয়েশন;
- * বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সিটি সোস্যাল সার্ভিস প্রোগ্রাম-৪ এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক;
- * সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা;
- * বিভিন্ন উপলক্ষে শতাধিক স্যুভেনির সম্পাদনা ও প্রকাশনা;
- * সাধারণ সম্পাদক (৪ মেয়াদে) : আর্কেডিয়া ড্রিম ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন;
ছাত্রজীবনে পাঠক্রম ছাড়াও অন্যান্য কার্যক্রমঃ
- * ছাত্রদের নির্বাচিত সাহিত্য সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদে দায়িত্ব পালন (১৯৮১-’৮৩)
- * দু’বার এস এম হল -এর বার্ষিক ম্যাগাজিন সম্পাদনা ও প্রকাশনা (১৯৮২+’৮৩),
যা তৎপর্যন্ত উন্নততর প্রকাশনা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে ব্যতিক্রমী সংযোজন;
- * ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃ হল নাট্য পুরষ্কার ’৮২ লাভ;
- * ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে সাহিত্য কর্মের জন্য সাহিত্য পুরস্কার ’৮৩ লাভ;
- * জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় সলিমুল্লাহ মুসলিম হল টিম পরিচালনা;
- * ১৯৮৩ সালে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের
পক্ষপাতিত্বের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের ও পরিচালনা;
- * বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর -এর সিনিয়র সার্জেন্ট এবং ১৯৮২ ও ’৮৩ সালে
যথাক্রমে জুনিয়র এবং সিনিয়র মিলিটারী সায়েন্স পরীক্ষায় উত্তীর্ণ;
- * ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছিনতাই ও সন্ত্রাসমুক্ত করতে গঠিত ছাত্র ব্রিগেড
(স্টুডেন্টস্ এলায়েন্স ফোর্স) -এর অন্যতম সংগঠক;
- * ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লিও ক্লাব -এর জেনারেল সেক্রেটারী;
- * লক্ষ্মীপুর মহকুমা (বর্তমানে লক্ষ্মীপুর জেলা) ছাত্র সমিতি গঠন এবং
১৯৮০ থেকে ’৮২ পর্যন্ত এর আহ্বায়ক;
- * বাংলাদেশের আঞ্চলিক ঘটনাবলীর ওপর প্রথম প্রকাশিত বুলেটিনের সম্পাদনা বোর্ডের সভাপতি ছিলেন।