Sun Sun Sun Sun Sun
English

আগামীর সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ছাত্র-যুবকদেরই এগিয়ে আসতে হবে

|| নন্দন’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথি এম হেলাল ||
সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘নন্দন’ এর প্রকাশনা উৎসব গত ১৯ সেপ্টেম্বর ঢাকার পূর্ব জুরাইনে অনুষ্ঠিত হয়। সম্পাদক মাহ্বুবুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তধারা ও পুঁথিঘর প্রকাশনা সংস্থার স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট প্রকাশক বাবু চিত্তরঞ্জন সাহা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর বার্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক, ‘নন্দন’-এর উপদেষ্টা এম হেলাল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট প্রকাশক, বার্ড পাবলিকেশন্স-এর স্বত্ত্বাধিকারী এ বি এম সালেহ্ উদ্দীন।

বাবু চিত্তরঞ্জন সাহা তার বক্তব্যে বলেন, যে বয়সে আমাদের দেশের অধিকাংশ বাবু’ই আড্ডা দিয়ে বেড়ায়, সে বয়সে ‘নন্দন’ -এর সম্পাদক মাহ্বুবুর রহমান বাবু এবং তার সহযোগিরা হাতে নিয়েছে একটি সৃজনশীল কর্ম। তিনি আগামীতে সব সময় ‘নন্দন’-এর পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এম হেলাল প্রাণবন্ত এ তারুণ্যের প্রশংসা জানিয়ে ‘নন্দন’-এর বাধাহীন উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। তিনি এ প্রকাশনা কাজে অনেক ঘাত-প্রতিঘাতের উল্লেখ করে বলেন,‘নন্দন’-এর নিয়মিত প্রকাশনা টিকিয়ে রাখার জন্য সকলকে ধৈর্য্য সহকারে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আগামীর সুন্দর সমাজ প্রতিষ্ঠায় বর্তমান অভিভাবকদের ভূমিকা আশানুরূপ নয়। তাই বর্তমান ছাত্র-ছাত্রীদেরই এখন থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে উদ্যোগ নিতে হবে। বিশেষ অতিথি জনাব সালেহ্ উদ্দীন ভবিষ্যতে ‘নন্দন’কে সর্ব প্রকার সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এত কম সময়ে ‘নন্দন’-এর মত একটি পত্রিকা প্রকাশ সত্যিই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আসাদুজ্জামান কাজল, খেলাঘর আসর সংগঠক মনির হোসেন, ছড়াকার মানসুর মুজাম্মিল, ছড়াকার ও চিত্রশিল্পী গোলাম নবী পান্না প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কামাল হোসেন ও মোঃ আসলাম সরকার। অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিশু একাডেমী নির্মীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডানপিটে ছেলে’ প্রদর্শিত হয়।

(১৯৯৬ সালে লক্ষ্মীপুর বার্তা পত্রিকার অক্টোবর সংখ্যায় মুদ্রিত)